
বলিউডে সুখবর- সন্তানের মা-বাবা হলেন তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার সকালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তারা।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”
চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিউড অঙ্গনে ঘুরছিল। লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, শুটিং থেকে বিরতি ও তীর্থস্থানে যাওয়া- এসব থেকেই জল্পনা আরও বাড়ে।
গত সেপ্টেম্বর নিজের কিছু ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে তাদের প্রেম, একান্ত মুহূর্ত ও সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া ছবিগুলো বারবার শিরোনাম হয়েছে।
আজ সেই তারকা দম্পতি এক থেকে দুই নয়, দুই থেকে তিন- পরিবারে এলো নতুন অতিথি, বাড়ল সুখ-আনন্দের পরিধি।