রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ নভেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায়, কঠোর পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার


North Korea

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কুয়াং চোল

দক্ষিণ কোরিয়ার এক বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পৌঁছানোকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কুয়াং চোল সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ং তার শত্রুদের বিরুদ্ধে “আরও আক্রমণাত্মক পদক্ষেপ” নেবে।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-র এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী জানান, “নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি রক্ষার নীতির ভিত্তিতে শক্তির জোরে আমরা শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “যে কোনো হুমকি যদি আমাদের নিরাপত্তার পরিসরে অনুপ্রবেশ করে, তা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং সম্ভাব্য সব উপায়ে মোকাবিলা করা হবে।”

এর আগে যুক্তরাষ্ট্র আটজন উত্তর কোরীয় নাগরিক ও দুইটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, যারা সাইবার অপরাধ ও অর্থপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রবাহিনী একীভূত করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “আমরা বুঝতে পেরেছি যুক্তরাষ্ট্র কোরীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিপিআরকে) সঙ্গে শেষ পর্যন্ত মুখোমুখি অবস্থান নিতে চায়, এবং আমরা এর জবাব দেওয়া থেকে কখনো পিছিয়ে আসব না।”