
বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে সরাসরি দশম গ্রেডে উন্নীত করা যুক্তিসংগত নয়। তিনি বলেন, “যেখানে মাত্র প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হয়েছেন, সহকারী শিক্ষকদের এক লাফে একই গ্রেডে দেওয়া কীভাবে সম্ভব?”
শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, সহকারী শিক্ষকদের তিনটি দাবি- দশম গ্রেড, ১০ ও ১৬ বছরে সিলেকশন গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি- এর মধ্যে শেষের দুটি বিষয়ে নীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ৮০ শতাংশ পদোন্নতির নীতি অনুসরণ করেছে এবং টাইম স্কেল বেতন কমিশনের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, সহকারী শিক্ষকদের যুক্তিসংগত দাবির ভিত্তিতে ১১তম গ্রেড বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। “দশম গ্রেড দাবি তুলে এখন আন্দোলনে যাওয়া যৌক্তিক নয়,” মন্তব্য করেন তিনি।
পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শিক্ষকদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষতি করা যাবে না।”
সভায় বক্তারা শিক্ষা আনন্দদায়ক করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেন এবং শিক্ষকদের নেতৃত্ব ও নৈতিক আদর্শ তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।