সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ নভেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার

জাহানারার অভিযোগ

চারজনকে ওএসডি করার সিদ্ধান্ত বিসিবির


BCB ofc

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিষয়ে জাতীয় পেসার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে নারী বিভাগের তিন কর্মকর্তা ও এক কোচকে বিশেষ দায়িত্বে সংযুক্ত (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

অভিযোগের তালিকায় রয়েছেন- নারী বিভাগের কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, নারী জাতীয় দলের ম্যানেজার এস. এম. ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার এবং সাবেক সহকারী কোচ মাহমুদ ইমন। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধেই সরাসরি যৌন হয়রানির অভিযোগ ওঠেনি।

সম্প্রতি ইউটিউব এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী বিভাগে দায়িত্ব পালনকালে প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদের হয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিতেন শরফরাজ নেওয়াজ বাবু। একই অভিযোগ তোলেন ম্যানেজার ফায়াজের বিরুদ্ধেও। পাশাপাশি কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি।

Jahanara

এদিকে যৌন হয়রানির অভিযোগে আগেই চাকরি হারানো সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বর্তমানে চায়না নারী দলের কোচ হিসেবে কাজ করছেন। তিনি তদন্তের মুখোমুখি হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিসিবি জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।