
ফাইল ছবি
শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি অভিযানের প্রতিবাদ ও ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ।
তিনি বলেন, “রবিবার থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। দাবি আদায় এবং পুলিশের হামলার জবাব হিসেবে আমরা পাঠদান বন্ধ করতে বাধ্য হচ্ছি।”
শিক্ষক নেতারা অভিযোগ করেন- শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হন। গুলিবিদ্ধ বেশ কয়েকজন শিক্ষককে পিজি হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে বলেও জানান তারা।
এর আগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন শেষে তিন দফা দাবি নিয়ে শিক্ষকরা শাহবাগের উদ্দেশে মিছিল করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।






















