
দক্ষিণী অভিনেত্রী গৌরী জি. কিষাণ নতুন ছবি ‘আদার্স’-এর প্রচারে গিয়ে চেন্নাইয়ে এক অনুষ্ঠানে নারীবিদ্বেষী ও শরীর নিয়ে প্রশ্নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গৌরী বলেন, কোনো নারীর দেহ বা ওজন নিয়ে প্রশ্ন করা ব্যক্তিগত অপমান ও শিল্পীসম্মানের অবমাননা। পাশাপাশি প্রশ্ন তোলেন- একই ধরনের অসম্মানজনক প্রশ্ন কি পুরুষ অভিনেতাদের করা হয়?
তিনি আরও জানান, তার প্রতিবাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং সহমর্মিতা ও সংবেদনশীলতার আহ্বান।
ঘটনার সময় ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে গৌরীর ওজন জানতে চান এবং আপত্তিকর কথাবার্তা বলেন। এ ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে জানান অভিনেত্রী।
গৌরীর পাশে দাঁড়িয়েছেন রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ ভারতীয় চলচ্চিত্র তারকারা।
সূত্র: আউটলুক ইন্ডিয়া