
গত ২৭ অক্টোবর, চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে নিহত হন ৩ জন কৃষক। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড—জনতা হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ এবং চাঁদাবাজির সাথে জড়িত এ বাহিনীর বিরুদ্ধে এবার যৌথ অভিযান শুরু করেছে পুলিশ, র্যাব ও এপিবিএন।
রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর এবং ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর চরে রোববার (০৯ নভেম্বর) ভোর ৪টা থেকে এই অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।
সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ঘটনায় এ অভিযান চলছে।
এ প্রসঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১২০০ সদস্য অংশ নিয়েছেন।























