
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৪৩ জনে।
রবিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ৬৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে গত অক্টোবর মাসে—৮০ জন। নভেম্বরের প্রথম নয় দিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১ এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন এবং মশার প্রজনন স্থল নিয়ন্ত্রণে ঘাটতি থাকায় ডেঙ্গুর সংক্রমণ দীর্ঘায়িত হচ্ছে।