সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, নির্বাচনে লড়বেন ঢাকা থেকে


Asif-mahmud

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করেন। নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে তিনি ভোটার স্থানান্তরের আবেদনপত্র জমা দেবেন বলে জানান। ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা। নিজের ভোট যাতে ঢাকায় কাজে লাগে এবং অপচয় না হয়, সেটাই চাই। আগের দুটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি- এই নির্বাচনে যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।”

তিনি আরও বলেন, “সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব।” তবে পদত্যাগের সময় নিয়ে এখনো সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে ইতোমধ্যে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি কারও সঙ্গে কোনো আলোচনা করিনি। কোন দল কোন আসন ফাঁকা রাখল কি না, সেটি আমার দেখার বিষয় নয়। সিদ্ধান্ত নেব এককভাবেই।”