
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষ নিরসনে ‘শান্তি চুক্তি’ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষ বা বিবাদে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ দুই কলেজের শিক্ষকরা।
তবে অনুষ্ঠানে সিটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেননি। এ বিষয়ে জানতে চাইলে ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, “আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে শান্তিচুক্তি আয়োজন করেছিলাম, কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থাকতে পারেনি। দুই কলেজের শিক্ষার্থীরা যে মৌখিকভাবে শান্তিচুক্তি করেছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি আরও বলেন, “দুই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি করা হবে। ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয়, সেই কমিটি বসে বিষয়টি মীমাংসা করবে।”
রাজধানীর এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, যা অনেক সময় রাস্তাঘাটে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ ও দুই কলেজ কর্তৃপক্ষের আশা—এই শান্তিচুক্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি হবে।