
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এখন ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিনেমাটি স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হবে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। সময়কালকে সামান্য আধুনিকায়ন করে গল্পটি ত্রিশের শেষ থেকে চল্লিশের শুরুর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে।
গল্পে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।
জয়ার আগের সফল সিনেমা ‘বিসর্জন’ ও ‘বিজয়া’-এর মতোই এবারের ছবিতেও জয়া–আবীর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের জন্য এটি বাড়তি আনন্দের, কারণ এবার বড় পর্দায় না গিয়েই ছবি দেখার সুযোগ মিলছে।
সিনেমার প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান পূর্বে বলেছেন- “বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকদের কাছেও অত্যন্ত প্রিয়।”
সম্প্রতি বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য জয়ার আরেকটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার ছবিটিতে ঢাকা শহরের শ্রমজীবী এক দম্পতির জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও শাহীন মৃধা।