
ফাইল ছবি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। আজ তিনি বড় পর্দার তারকা, কিন্তু এই অবস্থানে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ—ছিল সংগ্রাম, পরিশ্রম আর নিজের প্রতি অটল বিশ্বাস।
সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে শুভ নিজের শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। হাসিমুখে বলেন, “আমি একসময় প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। কখনো পানি দিতাম, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করতাম—সব কিছু করতাম শেখার জন্য।”
হাস্যরসে তিনি আরও যোগ করেন, “আমি তখন ছিলাম প্রডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা!” এই কথায় যেমন রসিকতা আছে, তেমনি লুকিয়ে আছে এক বাস্তব জীবনের অনুপ্রেরণার গল্প। সেই নিচ থেকে শুরু করা তরুণই আজ দেশের অন্যতম জনপ্রিয় নায়ক।
শুভ বলেন, “জীবনের চক্র এমনই—স্বপ্ন বড় হলে, পরিশ্রম করলে একদিন সেটা বাস্তবে পরিণত হয়।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।
এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’-এর মতো একাধিক হিট সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।