রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ নভেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান


BNP

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাসসকে জানান, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি। খোলামেলা আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

লন্ডনে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।

বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, ‘জরুরি’ বিষয় নিয়েই আলোচনা হবে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সৃষ্টি মতপার্থক্য নিরসন, এবং অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা নিয়ে দলের অবস্থান- এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

দলের শীর্ষ সিদ্ধান্তপ্রণেতাদের অংশগ্রহণে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।