
রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে হঠাৎ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে পাঠানো দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ এবং বাসটিতে যাত্রী ছিল কি না- তা এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, সাত–আটজন তরুণ বাসটির পাশ দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বাসে আগুন ধরে যায়। এতে এটি নাশকতা নাকি দুর্ঘটনা- তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।