
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তাঁর বাবাকে নিয়ে ‘মিথ্যাচার’ চলছে। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মুক্তিযুদ্ধের প্রায় পুরোটা সময় তাঁর বাবা মির্জা রুহুল আমিন ভারতে শরণার্থীশিবিরে ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দেওয়ার প্রচারণার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নেতৃত্ব দেওয়া তাঁর বাবার বিরুদ্ধে কখনো কোনো মামলা ছিল না।
মির্জা ফখরুল আরও বলেন, নতুন প্রজন্ম যেন মিথ্যার পথে না হাঁটে, বরং সত্য ও নীতির ভিত্তিতে দেশ গঠনে অবদান রাখে। পোস্টের সাথে ‘মুক্তিযুদ্ধে দিনাজপুর’ বইয়ের একটি অংশও সংযুক্ত করেছেন তিনি, যেখানে তাঁর বাবা মুক্তিযুদ্ধের সময় ভারতে ছিলেন বলে উল্লেখ রয়েছে।