রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা


Under 20 football

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল আসর

প্রথমবারের মতো এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পেরুনো বাংলাদেশ মূল পর্বে কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন। গ্রুপের অন্য দুই দল স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল আসর। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া সেরা দুই দল খেলবে কোয়ার্টার-ফাইনালে। সেমি-ফাইনালে ওঠা চার দলের সামনে হাতছানি থাকবে সরাসরি পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার।

থাইল্যান্ডের ব্যাংককে সোমবার এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। দুই কোরিয়া দুইবার করে এই ট্রফি ঘরে তুলেছে।

‘সি’ গ্রুপে আছে প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন জাপান। তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।