
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র
মৃত্যুর গুজবের পরদিনই হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল জানিয়েছে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং বাসায় থেকে তিনি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব শর্মা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর ধর্মেন্দ্র বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে পূর্ণ সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ডা. শর্মা আরও বলেন, ‘তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। আমি সবাইকে অনুরোধ করছি, গুজব না ছড়িয়ে বরং তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন, যেন তিনি আনন্দের সঙ্গে তাঁর পরবর্তী জন্মদিন উদযাপন করতে পারেন।’
হাসপাতালের আরেক চিকিৎসক ডা. প্রতীত সামদানি জানান, ‘ধর্মেন্দ্রকে আজ বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়া এখন বাসাতেই চলবে।’