রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ নভেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান


Foreign Ministry

দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ জানায় বাংলাদেশ।

কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন শেখ হাসিনার মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ অবিলম্বে বন্ধ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণাত্মক বক্তব্য প্রচারের মঞ্চ করে দেওয়া- দুই দেশের গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘মোটেই সহায়ক নয়’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতীয় কূটনীতিকের কাছে বলেন, শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যের সুযোগ প্রদান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপের শামিল এবং তা পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের নীতির পরিপন্থী। তাঁদের অনুরোধ, নয়াদিল্লি যেন দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়।

সম্প্রতি ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারিত হয়, যেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব বক্তব্য ‘বাংলাদেশবিরোধী ও বিভ্রান্তিকর’- যা দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক আস্থার সম্পর্ককে ক্ষুণ্ণ করতে পারে।