
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজু ভাস্কর্যের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, মেট্রো স্টেশনের নিচে হঠাৎ করেই দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি নিকটস্থ এক সংবাদকর্মীর মোটরসাইকেলে আঘাত হানে, ফলে যানটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেলগুলো ছুড়ে থাকতে পারে। ঘটনাস্থলে প্রক্টোরিয়াল টিম এবং পুলিশ পৌঁছেছে। পুলিশ বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে মিছিল বের করেন এবং নানা স্লোগান দেন।
প্রক্টর অফিস জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।