রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ নভেম্বর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
শেয়ার

বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


BNP france

গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপি মহাসচিব ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

বৈঠকে বিএনপি’র পক্ষে আর উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।