রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ নভেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
শেয়ার

সিলেট টেস্টে ধুঁকছে আয়ারল্যান্ড, ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ


Sylhet-Test

সিলেট টেস্টে ইনিংস এবং বড় ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২১৫ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ আধিপত্য দেখিয়েছে টাইগাররা। ১৪১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ-যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস সংগ্রহ। এর আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান ও ২০১৭ সালে ওয়েলিংটনে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে পাহাড়সম রান তোলে বাংলাদেশ। জয় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে করেন ১৭১ রান- যার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক শান্ত করেন ১০০ রান, ১১৪ বলের ইনিংসে মারেন ১৪টি চার। এছাড়া সাদমান ইসলাম (৮০), মুমিনুল হক (৮০) ও লিটন দাস (৬০) পেয়েছেন ফিফটি।

তবে আক্ষেপও আছে- ডাবল সেঞ্চুরির স্বপ্নে থাকা জয় ও সেঞ্চুরির পথে থাকা মুমিনুল তৃতীয় দিনের শুরুতেই মাত্র দুই রান যোগ করে আউট হন। ওপেনিং জুটিতে সাদমান ও জয় গড়েন ১৬৮ রানের পার্টনারশিপ; দ্বিতীয় উইকেটে জয় ও মুমিনুল যোগ করেন ১৭৩ রান। শান্ত-লিটন জুটি থেকেও আসে ৯৮ রান।

আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ২৯৩ রানে অলআউট হয়। কেডে কারমাইকেল (৫৯), পল র্স্টালিং (৬০), কার্টুস ক্যাম্পার (৪৪), লরকান টাকার (৪১), জর্ডান নেইল (৩০) ও বেরি ম্যাককার্টি (৩১) রান করলেও অন্যরা ব্যর্থ হন।

বাংলাদেশি স্পিনাররা দেখান দাপট- মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ ২টি করে, আর পেসার হাসান মাহমুদ নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনজুরিতে থাকা অধিনায়ক আন্দ্রে বালব্রিনির পরিবর্তে ওপেনিংয়ে নামা কেডে কারমাইকেল করেন মাত্র ৫ রান। র্স্টালিং ৪৩, টেক্টর ১৮, ক্যাম্পার ৯ ও বালব্রিনি ৪ রান করে ফিরলে দলটি পড়ে চরম বিপাকে।

দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮৬/৫। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন ২ উইকেট, নাহিদ ও তাইজুল নেন একটি করে।

এমন অবস্থায় সিলেটের দর্শকরা অপেক্ষায়- বাংলাদেশ কি পাবে ইতিহাসের চতুর্থ ইনিংস এবং শতরানের ব্যবধানে জয়?আগামীকাল সকালে উত্তর মিলবে সেই প্রশ্নের।