ii
বলিউড অভিনেত্রী জুহি চাওলা আজ ৫৮ বছরে পা রাখলেন। নব্বইয়ের দশকে ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ ও ‘ইশক’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছিলেন তিনি। জনপ্রিয়তার এমন সময়েই গোপনে বিয়ে করেন ব্যবসায়ী জয় মেহতাকে। আজ তাঁদের সংসারজীবনের ৩০ বছর পেরিয়ে গেছে।
জুহির ভাষায়, “বিয়ের আগে জয় প্রতিদিন আমাকে চিঠি লিখত। একবার জন্মদিনে সে এক ট্রাক ভর্তি গোলাপ পাঠিয়েছিল। আর আমি ‘হ্যাঁ’ বলতে এক বছর সময় নিয়েছিলাম।”
১৯৯৫ সালে দু’জনের বিয়ে হলেও, সম্পর্কটি গোপন রাখা হয়। ২০০১ সালে জুহি প্রথমবার মা হওয়ার পরই খবরটি প্রকাশ্যে আসে। কেন গোপন রেখেছিলেন, সে বিষয়ে তিনি জানান, “আমি তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলাম। ভয় পেয়েছিলাম, বিয়ের খবর জানলে হয়তো কাজ হারাব। তাই চুপচাপ বিয়ে করে কাজ চালিয়ে গিয়েছিলাম।”
জুহিকে বিয়ের আগে জয় বিয়ে করেছিলেন শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লাকে। ১৯৯০ সালে এক বিমান দুর্ঘটনায় সুজাতার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর ভেঙে পড়েন জয়। সেই কঠিন সময়ে জুহিই ছিলেন তাঁর পাশে, আর সেখান থেকেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
জয় মেহতা মুম্বাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান। কোম্পানির ব্যবসা যুক্তরাষ্ট্র ও আফ্রিকাসহ বিভিন্ন দেশে বিস্তৃত। চিনিশিল্প, সিমেন্ট, প্যাকেজিং, ইঞ্জিনিয়ারিংসহ নানা খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের হিসেবে এর মূল্য দাঁড়িয়েছে প্রায় ২.১ বিলিয়ন ডলার (প্রায় ১৭ হাজার ৫৫৫ কোটি রুপি)।

তিনি আরও পরিচিত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহমালিক হিসেবে। শাহরুখ খানের সঙ্গে ২০০৭ সালে প্রায় ৬২৩ কোটি রুপিতে দলটি কেনেন জয়। বর্তমানে দলের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ১৩৯ কোটি রুপি।
জুহি ও জয়ের রয়েছে গাড়ির বিশাল সংগ্রহ ও একাধিক বিলাসবহুল সম্পত্তি। মুম্বাইয়ের তাঁদের ২ হাজার ২০০ বর্গফুটের ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন করেছেন শ্রীলঙ্কার স্থপতি চান্না দাসওয়াত্তে। বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের মনোরম দৃশ্য। এছাড়া গুজরাটের পোর বন্দরে তাঁদের রয়েছে একটি ঐতিহ্যবাহী পৈতৃক বাড়ি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস