রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শেয়ার

শেষ মুহূর্তে গোল হজম

নেপালের সঙ্গে ২–২ ড্র বাংলাদেশের


ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের জয় বা হারের বিশেষ মাহাত্ম্য না থাকলেও শেষ মুহূর্তে গোল হজম বাংলাদেশের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২০ সালের ১৩ নভেম্বরের পর বাংলাদেশ নেপালকে হারাতে পারেনি। পাঁচ বছর পর আজও জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।

আজ বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর জোড়া গোল ম্যাচে জয় এনে দেওয়ার আশা জাগিয়েছিল। তবে ৯৩তম মিনিটে নেপালের অনন্ত তামাং গোল করলে স্কোর দাঁড়ায় ২–২।

ম্যাচের ৯০ মিনিট শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২–১ গোলে, কিন্তু রেফারি আরও ৫ মিনিট ‘অ্যাডেড টাইম’ ঘোষণা করেন।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের গোল, কর্নার থেকে আসা বল পা ছুঁইয়ে সমতায় ফেরান অনন্ত তামাং।

শেষ রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ম্যাচ ড্রতে শেষ হয়। যদিও ফলাফলের দিক থেকে বড় হার না হলেও জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় বাংলাদেশ দলের হতাশা লক্ষ্য করা গেছে।