রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শেয়ার

আরও ১৪ জেলায় নতুন ডিসি


jonoproshashon montronaloy

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ৫৬ জেলার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। তার অংশ হিসেবে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হল- ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে আজ সন্ধ্যায় নয় জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেশের ৫৬ জেলার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে।