রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই


Abohawa office

উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশ এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে- এমন পরিস্থিতিতে সারা দেশে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রবিবার ও সোমবারও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে এ দুই দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

বর্ধিত পাঁচ দিনের আভাসে বলা হয়েছে- এ সময়ে আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।