
এর আগে ৫ নভেম্বর মহাকাশচারীদের ফেরার কথা ছিল
শুক্রবার শেনচৌ ২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন চীনের শেনচৌ–২০ মিশনের তিন চীনা নভোচারী। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা- সিএমএসএ।
মহাকাশযানটির উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তোংফেং অবতরণ স্থানে নামার কথা রয়েছে।
তিন মহাকাশচারী ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিরাপদে অবতরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। অবতরণ অঞ্চলসহ সংশ্লিষ্ট সব সিস্টেম প্রস্তুত রয়েছে।
এর আগে ৫ নভেম্বর মহাকাশচারীদের ফেরার কথা ছিল। কিন্তু কক্ষপথে ঘুরতে থাকা ক্ষুদ্র বস্তুর সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় ফিরতি যাত্রার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়।