
প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি
বর্তমান সরকার আর নিরপেক্ষ নেই- এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন “একটি ফাঁদ”। তাঁর দাবি, প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আন্দোলনরত অন্যান্য দলকে নিয়ে মোট আটটি দলের যৌথ সংবাদ সম্মেলনেও নেতারা সরকারের নিরপেক্ষতা ও আসন্ন জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনাস্থা প্রকাশ করেন।
তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো সেখানে একটি দল পরাজিত হতে পারে- এই আশঙ্কায়ই দুটিকে একই দিনে আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৮ দল গণভোট ও জাতীয় নির্বাচনের পৃথক তারিখ ঘোষণা, তিনজন উপদেষ্টার পদত্যাগ এবং প্রশাসনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের দাবি তোলে।