
দেশের উন্নয়ন নারীদের বাদ দিয়ে কখনোই সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী; তাই উন্নয়নকে টেকসই করতে হলে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন সেনাপ্রধান।
প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে তিনি আরও বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে এবং নীতি–নৈতিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক–শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকরা।






















