
আমির খসরু মাহমুদ চৌধুরী ।। ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি পরাজিত গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলেন।
আমির খসরু বলেন, “দেশের মানুষ জানে, একটি মহল নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। কারণ নির্বাচনে তাদের কোনো গ্রহণযোগ্যতা বা জয়ের সম্ভাবনা নেই। অতীতে যেমন তারা পরাজিত শক্তি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই তারা সুষ্ঠু নির্বাচন চায় না, বরং বাধা সৃষ্টি করতে চায়।”
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সবার চোখ-কান খোলা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনী কর্মসূচি পুরোপুরি পালন করতে হবে। জনগণের দ্বারে দ্বারে যেতে হবে—মায়েদের, বোনদের, মেয়েদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। ধানের শীষকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে আরও শক্তিশালী করতে হবে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থানসহ জনকল্যাণমূলক খাতগুলোতে পরিবর্তন আনতে বিএনপি কাজ করবে।
তিনি আরও জানান, তারেক রহমান ব্যক্তি পর্যায়ে জনগণকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার করার বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। “বাংলাদেশের প্রতিটি নাগরিককে অর্থনীতির সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে আমির খসরু বলেন, “১৪–১৫ মাস ধরে দেশ একটি অনির্বাচিত সরকারের অধীনে চলছে। এতে মিল-কারখানা বন্ধ হচ্ছে, বিনিয়োগ কমে গেছে, অর্থনীতি সংকটে পড়েছে। প্রতিদিন অবস্থা আরও জটিল হচ্ছে।”
তিনি বলেন, একটি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। “নির্বাচিত সরকার ব্যতীত কোনো দেশ পরিচালিত হতে পারে না। গণতন্ত্র রক্ষার এটাই মূল শর্ত,” যোগ করেন তিনি।