
ছবি: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারেলিয়া প্রজাতন্ত্রে বৃহস্পতিবার একটি সুখোই সু-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে জনমানবহীন এলাকায় পড়ে। দুর্ঘটনার সময় বিমানে কোনো লাইভ অস্ত্র ছিল না।
টেলিগ্রাম চ্যানেল ‘বাজা’র তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রিওনেঝস্কি জেলার লসোসিনস্কোয়ে হ্রদের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে কোনো বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি।
কারেলিয়ার আঞ্চলিক প্রশাসনের প্রধান আরতুর পারফেনচিকভ টেলিগ্রামে দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, নিহত দুজনই ১৫৯তম ফাইটার এভিয়েশন রেজিমেন্টে কর্মরত ছিলেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
ফিনল্যান্ড সীমান্ত–সংলগ্ন অঞ্চলে টহল ও আকাশ প্রতিরক্ষায় ১৫৯তম রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূত্র : মস্কো টাইমস