
দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন
অন্তর্বর্তী সরকার জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলে সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও গণভোট ব্যবস্থার বিভিন্ন বিষয় এখনো অস্পষ্ট। অন্তর্বর্তী সরকার যদি পরিষ্কার ব্যাখ্যা দেয়, তাহলে এনসিপি সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।”
সরকার প্রস্তাবিত চার-ধাপের গণভোট প্রশ্নপত্রের দিকেও ইঙ্গিত করেন তিনি। তার অভিযোগ, প্রস্তাবিত ‘এ’ থেকে ‘ডি’— প্রতিটি পয়েন্টেই নির্দিষ্টতার অভাব রয়েছে। “এসব প্রশ্ন কীভাবে প্রয়োগ হবে, ব্যাখ্যা কী— তা পরিষ্কার নয়,” বলেন তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের যে পরিকল্পনা, তাও এখনো স্পষ্ট রোডম্যাপ পায়নি।”
তিনি দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়নে তিনটি মৌলিক শর্ত পূরণ জরুরি— সনদ বাস্তবায়ন নির্দেশনা নির্ভুল ও স্পষ্ট হতে হবে, সংস্কার প্রক্রিয়াকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা যাবে না, গণভোট যেন ভোটব্যাংক রক্ষার রাজনৈতিক কৌশলে পরিণত না হয়।
তার ভাষায়, “যদি গণভোট বা সংস্কারকে কোনো পক্ষ নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করে, জনগণ সেটি গ্রহণ করবে না।”
সনদের আইনি ভিত্তি মিললেও নৈতিক বৈধতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দুই প্রধান রাজনৈতিক দলের অবস্থানের কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সনদ বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও একই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এতটাই অস্পষ্ট যে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কি না— সেটাই প্রশ্ন।”
গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, “কোনো কোনো দলের ভিন্নমতকে অযথা গুরুত্ব দেওয়ায় পুরো প্রক্রিয়াই অনিশ্চয়তায় আটকে গেছে।”
তিনি সতর্ক করে বলেন, “এই পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে— ক্ষমতাসীনরা চাইলে নিজেদের স্বার্থে সনদের ধারাগুলো ব্যাখ্যা ও বাস্তবায়ন করতে পারে।”




























