
ছবি: সংগৃহীত
কলকাতার ইডেন গার্ডেনে মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল সিরিজের প্রথম টেস্ট। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গেল ভারত, আর তাতেই ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের শুরু থেকেই উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য ‘মরণফাঁদ’। কখনও বল লাফিয়ে উঠছে, কখনও নিচু হয়ে যাচ্ছে—এক কথায় পুরোপুরি অনিশ্চয়তা। এই সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলেন মার্কো ইয়ানসেন। মাত্র ২ রানে ভারত হারায় দুই ওপেনার জয়সওয়াল ও রাহুলকে।
সুন্দর–জুরেল জুটি কিছুটা সময় টিকলেও বিরতির পর ফের ধস নামে। ভুল শটে আউট হন জুরেল, এরপর পন্থও পারেননি লড়াই করতে। ১৩ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। লড়াই চালান জাদেজা, কিন্তু হারমারের ঘূর্ণিতে তিনিও ফিরে যান। হারমার একাই ভারতকে চূর্ণ-বিচূর্ণ করেন চার উইকেট নিয়ে।
সবচেয়ে বেশি সময় লড়ে যান ওয়াশিংটন সুন্দর। ৯২ বলে ৩১ রান করেও দলকে বাঁচাতে পারেননি। শেষ দিকে কেশব মহারাজ ফিরিয়ে দেন অক্ষর ও সিরাজকে। এরপরেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের।
এর আগে ম্যাচে প্রথম ইনিংসে ১৫৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৮৯ রান করে ৩০ রানের লিড পায় স্বাগতিক ভারত। দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমার লড়াকু ৫৫ রানের ইনিংসে ভর করে ১৫৩ রান করে প্রোটিয়ারা। ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৪ রানের।
ভারতের বোলাররা ভালো লড়াই করলেও ব্যাটারদের ব্যর্থতাই হার ডেকে আনে। গিল চোটের কারণে মাঠে নামতে না পারায় এক ব্যাটার কম নিয়ে খেলতে হওয়াটাও শেষ পর্যন্ত বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে ৯৩ রানে ভারতকে অলআউট করে দক্ষিণ আফ্রিকা শেষ করল দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা—ভারতের মাটিতে তাদের ঐতিহাসিক টেস্ট জয়।