
অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর নতুন ছবি নিয়ে ফিরলেন এস এস রাজামৌলি। গতকাল শনিবার হায়দরাবাদে জমকালো আয়োজনে প্রকাশ করা হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’র প্রথম ঝলক। প্রধান চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন।
নাম উন্মোচনের অনুষ্ঠানটি হয় রামোজি ফিল্ম সিটিতে, যেখানে মহেশ-ভক্তদের স্লোগানে মুখর রাতের আকাশ। অনুষ্ঠানে ‘সঞ্চারী’ গান পরিবেশন করেন শ্রুতি হাসান। অস্কারজয়ী এম এম কিরাবাণী সুর করেছেন গানটি এবং তুলে ধরেন ছবির খলনায়ক ‘কুম্ভের’ চরিত্রের পরিচয়।
মহেশ বাবু রয়েছেন ‘রুদ্র’ চরিত্রে, প্রিয়াঙ্কা চোপড়া ‘মন্দাকিনী’, আর খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ।
প্রথম ঝলকে দেখা যায়, গল্প বিস্তৃত হাজার বছরজুড়ে- প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত। রাজামৌলি জানান, ছবির একটি উল্লেখযোগ্য অংশ অনুপ্রাণিত হয়েছে ‘রামায়ণের’ ঘটনা থেকে। শুটিং ইতিমধ্যে ৬০ দিন সম্পন্ন হয়েছে।

ছবির বেশ কিছু অংশ ধারণ করা হয়েছে আইম্যাক্স ফরম্যাটে। উন্মোচন অনুষ্ঠানে ১০০ ফুট এলইডি স্ক্রিনে দেখানো হয় ফুটেজের ঝলক।
পৃথ্বীরাজ বলেন, এটি ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন, রাজামৌলি আবারও বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় তুলবেন। মহেশ বাবুর মন্তব্য, এই ছবি তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি হবে।
শ্রীদুর্গা আর্টস ও শোয়িং বিজনেস প্রযোজিত ‘বারাণসী’ মুক্তি পাবে ২০২৭ সালে।
সূত্র: ভ্যারাইটি