
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়
দেশের ছয় জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব আবু সাঈদ।
নতুন আদেশ অনুযায়ী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে পাঠানো হয়েছে ফরিদপুরে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দিনাজপুরে।
এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পাবনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পাবেন। ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে পাঠানো হয়েছে হবিগঞ্জে। আর ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন আদেশের পর সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ প্রশাসনে পরিবর্তনের হাওয়া বইবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।