
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামীকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হবে, সেটিই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সোমবার ট্রাইব্যুনাল যে রায় দেবেন, তা-ই বাস্তবায়ন করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি না খুব ভালো, না খুব খারাপ—মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তবে নির্বাচন ঘিরে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে এবং পরিস্থিতি বর্তমানে ‘সন্তোষজনক’।