
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে বঙ্গবীর কাদের সিদ্দিকী
বিএনপি, জামায়াত বা কোনো নতুন রাজনৈতিক শক্তির কারণে নয়— শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহর গজবের ফলেই বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান স্মরণ করিয়ে দিয়ে বলেন, তফসিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সরকারের ওপরে অবস্থান করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন তাদের প্রধান দায়িত্ব।
তিনি জানান, গত ১৫ মাস ধরে সরকারের কোনো আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত তাদের এখনো বহাল রয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত এ সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই।
কাদের সিদ্দিকী বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্ত বড় ধরনের অসঙ্গতি সৃষ্টি করতে পারে। গণভোটে যদি ৭০–৮০ শতাংশ ভোটার না আসে, তাহলে পুরো নির্বাচনই ঝুঁকিতে পড়বে। অতীতে ইসির বিরুদ্ধে সরকারের ইচ্ছামতো কাজ করার অভিযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।