
ফাইল ছবি
মালদ্বীপে এক কোটি ৩০ লাখ সিগারেট চুরির ঘটনায় মো. আলামিন মিয়া (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর আগে একই ঘটনায় স্থানীয় আরও ৯ জনকে আটক করা হয়।
রোববার (১৬ নভেম্বর) রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমাল সমুদ্রবন্দর এলাকা থেকে চোরাচালানকৃত সিগারেটের দুটি কন্টেইনার চুরির ঘটনায় আলামিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় গণমাধ্যম সান এমভি প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, দু’দিন আগে সন্দেহভাজন হিসেবে আলামিন মিয়াকে আটক করা হয়। এরপর রোববার রিমান্ড শুনানির জন্য পুলিশ আদালতে হাজির করলে, আদালত বিচারের ফলাফল না আসা পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল মালদ্বীপের কাস্টমস সার্ভিস এই দুটি কন্টেইনার জব্দ করেছিল। সেগুলো হুলহুমাল শহরের আন্তর্জাতিক নৌবন্দরে রাখা হয়েছিল। পরে ৯ অক্টোবর স্থানীয় প্রশাসন সিগারেট চুরির ঘটনা জানতে পারে।





























