রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না শ্রীলঙ্কা


Pak SRL

জয়ের জন্য ৩০০ বলে ২১২ রানের সহজ লক্ষ্য পেয়ে পাকিস্তান ব্যাটাররা

পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন হার হজম করতে হলো লঙ্কানদের।রোববার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা হেরেছে ৬ উইকেটে।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা থামে ৪৫.২ ওভারে ২১১ রানে। জয়ের জন্য ৩০০ বলে ২১২ রানের সহজ লক্ষ্য পেয়ে পাকিস্তান ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিংয়ে সেটিকে পেয়ে যায় ৩২ বল হাতে রেখেই।

দলের জয়ে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ রিজওয়ান। ৯২ বল মোকাবিলা করে চারটি চারসহ অপরাজিত ৬১ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১১৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও রিজওয়ানকে সাথে নিয়ে হুসেইন তালাত পঞ্চম উইকেটে শত রানের জুটি গড়ে দলকে নিরাপদ পথে নিয়ে যান। তালাত ৫৭ বলে করেন ৪২ রান। ইনিংসের শুরুতে ৪৫ বলে ৫৫ রানের ঝলমলে ব্যাটিং করেন ফখর জামান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভালোই করেছিল। মাত্র ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে দলীয় স্কোর ৫৫–এ যায়। কিন্তু এরপরই উইকেটের ধস। পাথুম নিশাঙ্কা ২৭ বলে ২৪ রান করে হারিস রউফের বলে বোল্ড হয়ে ফেরেন। কিছুক্ষণ পর ৩০ বলে ২৯ রান করে আউট হন কামিল মিশ্রা।

মাঝে কুশাল মেন্ডিস (৩৪) ও কামিন্দু মেন্ডিস (১০) দ্রুত আউট হওয়ায় পথ আরও কঠিন হয়ে পড়ে লংকানদের। শেষ দিকে সাদিরা সামারাবিক্রমা একাই লড়াইয়ের আভাস দেন। ৬৫ বলে ৪৮ রানের ইনিংসে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করলেও অন্যদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ ওয়াসিম, নিয়েছেন ৩ উইকেট। হারিস রউফ ও ফয়সাল আকরাম সমান দুইটি করে উইকেট শিকার করেন।