
‘শুধু তোমারই অপেক্ষায়’ নাটকের একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া
রোমান্স, পারিবারিক টানাপড়েন এবং প্রবাসী জীবনের অনুভূতিকে কেন্দ্র করে নতুন একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক বি ইউ শুভ। ‘শুধু তোমারই অপেক্ষায়’ শিরোনামের এই নাটকে অভিনয় করেছেন মুশফিক, ফারহান এবং সামিরা খান মাহি।
নির্মাতা বি ইউ শুভ জানান, নাটকটি মূলত একটি পরিবারের গল্পের মাধ্যমে প্রবাসী বাঙালিদের জীবনকে তুলে ধরেছে। এতে রোমান্সের সঙ্গে কমেডিরও উপাদান আছে, যা দর্শককে বিনোদন দেবে এবং আবেগও ছড়িয়ে দেবে। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে রেড ক্যামেরা, যা সাধারণ নাটকে খুব কম দেখা যায়। টানা চারদিন শুটিং করে নাটকের মান আরও উন্নত করার চেষ্টা করা হয়েছে। পরিচালক বলেন, “গল্পের প্রতিটি অংশে আমরা অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আশা করি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।”
নাটকের নতুন জুটি হলেও কাজের বোঝাপড়া সহজ ছিল। এর আগে বি ইউ শুভ অপূর্ব, শখ ও আফরান নিশোর সঙ্গে কাজ করেছেন, এবার মুশফিক, ফারহান এবং সামিরা খান মাহিকে নিয়ে গল্প সাজিয়েছেন। পরিচালক বলেন, “বিরতির পর ফিরে এসে গল্প এবং নির্মাণের মান ধরে রাখতে চেয়েছি। রোমান্স, পরিবার এবং প্রবাসী জীবনের অভিজ্ঞতা—এই তিনটি উপাদান একসাথে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।”
বি ইউ শুভ ২০১১ সালে ‘চেনা চেনা লাগে’ নাটকের মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করেছিলেন। সর্বশেষ তার নাটক ছিল ‘পরিচয়’। এবার জি সিরিজের ব্যানারে ‘শুধু তোমারই অপেক্ষায়’ নির্মাণ করে তিনি আবারও দর্শকদের সামনে নতুন গল্প উপস্থাপন করছেন।
নাটকটি রোমান্স, পারিবারিক সম্পর্ক এবং প্রবাসী জীবনের অভিজ্ঞতা—এই তিনটি বিষয় মিশিয়ে গড়া হয়েছে। নির্মাতা আশা করেন, দেশের নাট্যপ্রেমীরা এটি দেখে নতুন অভিজ্ঞতা পাবেন। বছরের শেষ ভাগে নাটকটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।




























