
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ধারণা করা হচ্ছে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।





























