
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পাচ্ছেন হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মো. আমির হোসেন বলেন, ‘ট্রাইব্যুনালের রায়ের প্রতি সম্মান রেখেই বলছি, এই রায়টা ভিন্নভাবে হলেও পারত। হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি আমার ভিতরে কষ্ট লালন করছি। আমি খুব কষ্ট পাচ্ছি। আমার আসামির সাজা আমাকে কষ্ট দিবে না? এইটাই স্বাভাবিক।’
তিনি বলেন, ‘আমার ক্লায়েন্টরা এসে সারেন্ডার না করা পর্যন্ত এই মামলায় আমার আপিল করার সুযোগ নাই। তারা গ্রেফতারের আগ পর্যন্ত আপিল ডিভিশনে যাওয়ার সুযোগ নাই। আমার যুক্তি তারা নেননি (ট্রাইব্যুনাল)। তাদের মনে হয়েছে আমার যুক্তির চাইতেও তাদের যুক্তি শক্তিশালী।’
এর আগে গত বৃহস্পতিবার এ মামলার রায়ের জন্য আজ ১৭ নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন আসামি থেকে রাজসাক্ষী বনে যান এবং দায় স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।
রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।