
ম্যাচের একটি মুহূর্ত।
নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ দলীয় আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৪২-২২ পয়েন্টে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে হারিয়েছে। প্রথমার্ধ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ১৪-১২।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক খেললেও ডিফেন্ডার স্মৃতি আক্তার গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে দলের জন্য পয়েন্ট তুলেছেন এবং জয়ে বড় অবদান রেখেছেন।
উগান্ডা আফ্রিকার চ্যাম্পিয়ন হলেও অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর কিছুক্ষণ উগান্ডা এগিয়েও যায়, কিন্তু ‘ডু অর ডাই’ রেইডে দুই খেলোয়াড়কে ঘায়েল করে স্মৃতি আক্তার দলকে ম্যাচে ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২৮ পয়েন্ট তুললেও, উগান্ডা পায় মাত্র ১০ পয়েন্ট।
ম্যাচসেরা স্মৃতি আক্তার বলেছেন, “শুরুতে কিছুটা চাপ অনুভব করেছি। যেহেতু আগে কখনও উগান্ডার সঙ্গে খেলিনি, প্রথমবার খেলায় আমাদের কিছুটা সময় লেগেছে। পরে ওদের খেলা বুঝে আমরা ভালো খেলেছি। জয় পাওয়ায় অনেক আনন্দ লাগছে। আশা করি পরের ম্যাচগুলোতেও ইনশাআল্লাহ জিতব।”
আগামীকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ মুখোমুখি হবে জার্মানির সঙ্গে, আর বুধবার উগান্ডা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।