
দুইদিনে ৫৫ বাংলাদেশি জেলেকে আটক করল ভারত
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গত দুই দিনে মোট ৫৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। সর্বশেষ রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে একটি মাছ ধরার ট্রলারের ২৬ জন জেলেকে আটক করা হয়।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, রোববার বাহিনীর সদস্যরা সীমান্ত উপকূলীয় অঞ্চলে নজরদারি চালাচ্ছিলেন, তখন বাংলাদেশের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করতে দেখেন তারা। ট্রলারটি দেখতে পেয়ে কাগজপত্র পরীক্ষা করার জন্য ট্রলারের কাছে যায় উপকূলরক্ষী বাহিনী। নথি দেখার পর তারা বুঝতে পারেন, মাছ ধরার ট্রলারটি বাংলাদেশের।
কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয় এবং সেদিন রাতেই ২৬ জেলেকে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে আদালতে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১৬ নভেম্বর রাতে ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। তাদেরও দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, মাঝ সমুদ্রে মাছ ধরতে এসে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন বাংলাদেশি জেলেরা। তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তবে এমন ঘটনা পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।