
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় এক কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পিকআপে থাকা কিছু রসুন ও পেঁয়াজ আগুনে পুড়ে গেলেও পিকআপটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পিকআপের চালক জানান, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বিভিন্ন সবজি ও মসলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাসায় যান চালক।
মঙ্গলবার ভোরে পিকআপের মালামালের ওপর আগুন লেগে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি দিয়ে আগুন দ্রুত নিভিয়ে দেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে আশেপাশের লোকজন আগুন দ্রুত নিভিয়ে দিয়েছেন।
এটি সম্ভবত অগ্নিসংযোগের চেষ্টা, তবে পিকআপে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।’