
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৩ জনে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০, ঢাকা বিভাগে ২০৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০, খুলনা বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৪৯, রাজশাহী বিভাগে ৪৫, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন মারা যান।