
ছবি: সংগৃহীত
বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, মোবাইল ও সিম রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন আরও সহজ করতে কাজ করছে সরকার।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ফয়েজ তৈয়্যব অবৈধ মোবাইল ফোনের সঙ্গে জড়িত নানামুখী অপরাধের বিষয়গুলো তুলে ধরে লেখেন, অবৈধ ফোনের কারণে সিমের ভুল রেজিস্ট্রেশন, জুয়া লিংক, এমএলএম প্রতারণা, ভুয়া এমএফএস রেজিস্ট্রেশন, অনলাইন স্ক্যাম, ক্লোন ফোন, পেটেন্ট ফাঁকি, শুল্ক ফাঁকি, সীমান্ত চোরাচালানসহ অসংখ্য অপরাধ ঘটে থাকে। এতে নাগরিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা পর্যন্ত নানা ঝুঁকি তৈরি হয়।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিডা, ব্যাংকিং খাত, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এবং এনবিআর বারবার অনুরোধ জানিয়েছে—অবৈধ ফোন আমদানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি সতর্ক করে বলেন, “ট্যাক্স না দিয়ে কোটি কোটি ফোন দেশে ডাম্পিং করতে দেওয়া হবে না।”
ফয়েজ তৈয়্যব স্পষ্ট করে জানান, সৎ ব্যবসায়ীদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য সরকারের নেই। দেশীয় উৎপাদক ও বৈধ আমদানিকারকের ফোন বিক্রিতে কোনো বাধা থাকবে না, কিন্তু অবৈধভাবে আনা ফোন বন্ধ করা হবে।
তিনি আরও জানান, একটি আইএমইআই (IMEI) নম্বর ব্যবহার করে লাখ লাখ ফোন দেশে ঢোকানোর মতো অপরাধ চলছে। এসব বন্ধ করতে জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন ব্যবস্থা (NEIR) আরও কঠোর করা হচ্ছে, যাতে লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড, সীমান্ত চোরাচালান ও কেজি-দরে ফোন আমদানি প্রতিরোধ করা যায়।
ফয়েজ তৈয়্যব বলেন, এনবিআরকে শুল্ক কমানোর বিষয়ে চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুতই এ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দেশীয় উৎপাদকদের ফোনের দাম কমাতে বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন সক্রিয় থাকবে, সেগুলোকে বৈধ হিসেবে রেজিস্টার করে দেওয়া হবে। তবে বিদেশ থেকে ফোন আনলে নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে।
সিম ব্যবহারে সতর্ক করে তিনি বলেন, নিজের নামে রেজিস্টার করা সিম অন্য কোনো ক্লোন বা ভুয়া ফোনে ব্যবহার না করলে ঝামেলায় পড়ার আশঙ্কা থাকে না। প্রবাসীরা নিয়ম মেনে ফোন আনলে তাদেরও কোনো সমস্যা হবে না।
রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে ফয়েজ তৈয়্যব বলেন, ক্লোন করা, অবৈধ আমদানি ও চোরাই ফোন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।