
আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তিনি অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে সাক্ষ্য দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি দ্বিতীয় পুলিশ সদস্যের রাজসাক্ষী হওয়া। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অন্য এক মামলায় অ্যাপ্রুভার হয়েছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় আবজালুলকে গ্রেপ্তার করা হয়েছিল। এ মামলায় মোট আসামি ১৬ জন; এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম, তৎকালীন ওসি এ এফ এম সায়েদ ও এএসআই বিশ্বজিৎ সাহাসহ আটজন পলাতক। বাকিরা গ্রেপ্তার আছেন।
২৩তম সাক্ষী হিসেবে আবজালুল জানান, ৫ আগস্ট ২০২৪ ছাত্র–জনতার বিজয় মিছিল থানার দিকে এলে ওসির নির্দেশে গুলি চালানো হয়। তবে লাশ পোড়ানোর ঘটনা তিনি দেখেননি, শুধু শুনেছেন। জেরা পর্বে তিনি জানান, ১৫ আগস্ট তিনি থানায় অস্ত্র জমা দেন এবং ৫ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘ট্রমায়’ ছিলেন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ঘটনার বর্ণনায় আবজালুল পূর্ণ সত্য প্রকাশ করেছেন বলে প্রসিকিউশন মনে করে।