
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ ।। ছবি: সংগৃহীত
১৮৯ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল মাসুদকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম-বহির্ভূতভাবে ঋণ গ্রহণ ও ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওবায়েদ উল্লাহ মাসুদসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওবায়েদ উল্লাহ আল মাসুদ ঘটনার সময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে ছিলেন।