
ছবি: সংগৃহীত
আফগানিস্তান সীমান্তঘেঁষা অঞ্চলে টানা অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অন্তত ৩০ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক কয়েক দিনে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। এর আগে গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা তাদের সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্য এবং তারা “ভারতের সমর্থন” পাচ্ছিল। বুধবার খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় পরিচালিত বড় ধরনের অভিযানে ২৩ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া ১৮–১৯ নভেম্বর একই প্রদেশের মোহমন্দ, লাক্কি মারওয়াত ও ট্যাংক জেলায় তিনটি পৃথক অভিযানে আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিদেশি পৃষ্ঠপোষকতা ও সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদ দমন করতে পাকিস্তান “পূর্ণগতিতে অভিযান অব্যাহত রাখবে”।
ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তান বিশেষ করে টিটিপি জঙ্গিদের আশ্রয় দিয়ে যাচ্ছে, যারা পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালায়। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি ভারতের বিরুদ্ধেও অভিযোগের মাত্রা বাড়িয়েছে—পাকিস্তানের দাবি, ভারতও জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে দুই দেশই এসব অভিযোগ অস্বীকার করে।