
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে জুলাই সনদের আলোকে, ত্রয়োদশ সংশোধনীর মতো করে নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠনতন্ত্র, উপদেষ্টা নিয়োগের ফর্মুলা এবং তিন প্রধান রাজনৈতিক শক্তির অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। বিচার বিভাগের ওপর নির্ভরশীল পুরোনো মডেল নয়, নতুন কাঠামোতেই সরকার গঠন করা উচিত। তবে ‘র্যাংকড চয়েস ভোটিং’ পদ্ধতি নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আখতার হোসেন বলেন, অতীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আদালত ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দুর্বল করা হয়েছিল, যার ফলশ্রুতিতে দেশে রাজনৈতিক সংকট গভীর হয়। তিনি উচ্চ আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়ে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই সনদই সবচেয়ে গ্রহণযোগ্য পথ।
জুলাই সনদের খসড়ায় অস্পষ্টতা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এসব পরিষ্কার না হওয়া পর্যন্ত এনসিপি সনদে স্বাক্ষর করছে না। তিনি আরও জানান, বিএনপি ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যেতে চাইলেও, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনই দেশের জন্য উত্তম।
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।